গাংনীর দুটি বাড়িতে ৪ বোমা নিক্ষেপ
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের দুই বাড়িতে চারটি বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১টার কিছুক্ষণ পরে গ্রামের চাতাল ব্যবসায়ী টগর মিয়ার বাড়িতে পরপর তিনটি বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর একই পাড়ার ভুসি মাল ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে আরো একটি বোমা ছোড়া হয়। বোমার বিকট শব্দে গ্রামবাসীর ঘুম ভাঙে। বোমার আঘাতে ঘরের টিন ছিদ্র হয়ে যায় বলে জানান রবিউল।
বোমা বিস্ফোরণের পর থেকে জোড়পুকুরিয়া গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁদার দাবিতে হামলা হতে পারে বলে ধারণা করছেন গ্রামের কয়েকজন বাসিন্দা। তবে রবিউল ও টগরের দাবি, কেউ চাঁদা চায়নি।
খবর পেয়ে রাতেই গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কী কারণে এই হামলা হয়েছে তা নিশ্চিত নয় বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম।