খুলনায় ১২ ঘণ্টায় ৬৪ জন আটক
খুলনায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাজমুল হুদা সাগরসহ ২০-দলীয় জোটের ৬৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টা থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী কমিশনার মনিরুজ্জামান জানান, খুলনা, খালিশপুর, সোনাডাঙ্গা, দৌলতপুর, খানজাহান আলী, আড়ংঘাটা, লবণচরা, হরিণ টানা থানায় অভিযান চালিয়ে এ ৬৪ জনকে আটক করা হয়। তাদের সবাইকে সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে।
মনিরুজ্জামান জানান, আজ সকাল ১০টার দিকে নগরীর শেখপাড়ায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় পুলিশ নাদিম নামের এক যুবককে আটক করেছে। এর আগে গতকাল রাতে কেএমপির প্রধান কার্যালয়ের ছাদ ও নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলেও জানান তিনি।
এদিকে অবরোধ ও হরতাল চলাকালে পুলিশের কড়া নিরাপত্তার কারণে কোথাও পিকেটেং বা মিছিল করতে পারেনি হরতাল সমর্থকরা। তবে খালিশপুর থানা বিএনপি এস এম আরিফুর রহমান মিঠুর নেতৃত্বে নগরীর বৈকালীতে হরতালের সমর্থনে সমাবেশ করে। এই সমাবেশে বক্তব্য রাখেন ফজলে হালিম লিটন, আরিফ বিল্লাহ প্রমুখ। এই সময় পার্শ্ববর্তী আওয়ামী লীগ অফিসের সামনে পুলিশ অবস্থান করছিল।
হরতালে খুলনা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। চলাচল করছে না অভ্যন্তরীণ রুটের গাড়িও। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে, অফিস-আদালতেও উপস্থিতি কম।
নগরীর স্পর্শকাতর স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীতে বিজিবি, র্যাব ও পুলিশের টহলও জোরদার করা হয়েছে।