রাজনীতি ভাঙ্গাচোরা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জি এম কাদের বলেছেন, এত দিন যে পরিস্থিতিতে আমরা রাজনীতি করে এসেছি সে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। এখন তা নতুন পরিস্থিতিতে রূপ নিয়েছে। শেষ পর্যন্ত কী পরিস্থিতি দাঁড়ায় তা নির্ভর করছে জনগণসহ রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁদের কর্মকাণ্ডের ওপর। তবে আমরা আশাবাদী, সামনের দিকে জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
আজ রোববার পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে পঞ্চগড় জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।
সম্মেলনে ১০১ সদস্যের নতুন জেলা কমিটি গঠিত হয়। এর আগে জি এম কাদের জেলা কমিটির সভাপতি পদে মো. রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক পদে মো. আবু সালেক ও সাংগঠনিক সম্পাদক পদে মির্জা সাবদারুল ইসলাম মুক্তার নাম ঘোষণা করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর ও প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে সমঝোতার ভিত্তিতে এ প্রস্তাব পাস করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ‘সামনের যে দিন আসছে, তা হবে নতুন রাজনীতির দিন’ উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘বর্তমানে রাজনীতি এখন ভাঙ্গাচোরা অবস্থার মধ্য দিয়ে পার হচ্ছে। ভাঙ্গাচোরা রাজনীতির মাঝখান থেকে যে নতুন রাজনীতি গড়ে উঠবে সেই রাজনীতিতে জাতীয় পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এ কারণে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে।’
জেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সভাপতিমণ্ডলীর সদস্য হাফিজ উদ্দিন আহাম্মেদ, বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী, রেজাউল করিম ভূঁইয়া, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক প্রমুখ।
সকালে স্থানীয় অডিটরিয়াম চত্বরে প্রধান অতিথিসহ অতিথিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরে অডিটরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।