ভোটের জন্য প্রস্তুত মাধবদী পৌরসভা
স্থগিত হওয়া পৌর নির্বাচনের জন্য প্রস্তুত মাধবদী পৌরসভা। আগামীকাল মঙ্গলবারের নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম নির্বাচনী এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী উপকরণ বিতরণ করা হয়। নির্বাচনের প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।
মাধবদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মোশাররফ হোসেন প্রধান মানিক ও বিএনপির হাজি মো. ইলিয়াছসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ১২টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭০৬ জন।