চট্টগ্রামে জাসদ নেতা আল্লামা মো. ইকবালের দাফন সম্পন্ন
চট্টগ্রাম মহানগর জাসদের সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আল্লামা মো. ইকবালের চতুর্থ দফা জানাজা শেষে আজ মঙ্গলবার বাদ জোহর হাটহাজারীর ধলই গ্রামে দাফন করা হয়েছে।
গতকাল সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে আল্লামা ইকবালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
আল্লামা মো. ইকবাল স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আল্লামা মো. ইকবাল ছাত্রজীবনে নাট্যকার, ব্যাংক কর্মকর্তা, রাজনীতিবিদ ও সফল ক্রীড়া সংগঠক ছিলেন। সবশেষ গত ডিসেম্বরে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হন আল্লামা ইকবাল। তিনি হাটহাজারীর ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ডা. টি হোসেন চৌধুরীর ছোট সন্তান। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ইব্রাহিম হোসেন চৌধুরী ও ওল্ড আর্মি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছোট ভাই।
আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর লালদীঘি ময়দানে আল্লামা ইকবালের তৃতীয় জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ বিপুল মানুষ অংশ নেয়।