প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের স্ত্রীর ইন্তেকাল
প্রখ্যাত শ্রমিকনেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা জসিম উদ্দিন মণ্ডলের সহধর্মিণী জাহানারা বেগম (৮৫) আর নেই। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় পাবনার ঈশ্বরদীর পশ্চিম টেংরীর নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এক সপ্তাহ আগে জাহানারা বেগম হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পরও তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঈশ্বরদী নিজ বাসভবনে নিয়ে আসা হয়। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঈশ্বরদী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে তাঁর লাশ কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জাহানারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল রবি, সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক, সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক শিবজিৎ নাগ, সাবেক সভাপতি রুমী খোন্দকার, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পাবনা জেলা কমিটির সভাপতি সন্তোষ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিপিবি নেতা আবদুল জব্বার, পান্না বিশ্বাস, বাসদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পাবনা জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান হাসু, সদস্য সচিব ও সাংবাদিক আবদুল জব্বার, ন্যাশনাল আওয়ামী পার্টির পাবনা জেলা কমিটির সভাপতি রেজাউল করিম মনি, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। বিবৃতিতে সাংবাদিক ও রাজনৈতিক নেতারা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।