ক্লিনিক-মালিক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে ক্লিনিকের মালিক হাসান হত্যা মামলায় জগত নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান পলাতক জগতকে যাবজ্জীবন ও বাকি ছয় আসামিকে খালাসের আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৩ মার্চে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে হাসান ক্লিনিকের ভেতরে এর মালিক হাসানকে (৫৫) গলায় ফাঁস দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত হাসানের ছেলে শাহ আলম বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘদিন বিচারকাজ শেষে আজ আদালত এ মামলার পলাতক আসামি জগতকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং বাকিদের খালাসের রায় দেন।