মৌলভীবাজারে তুচ্ছ ঘটনায় কলেজছাত্র খুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপাল অলমিক (১৮) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাত্রখোলা চা বাগানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, উপজেলার পাত্রখোলা চা বাগানে প্রতিবেশী পলিয়া মান্দ্রাজির (১৮) সঙ্গে একটি মোবাইল সিম নিয়ে গোপালের কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে পলিয়া ধারালো ছুরি দিয়ে গোপালের বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় গোপাল। এ অবস্থায় স্থানীয়রা মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আজ বুধবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ২৫০ শয্যার হাসপাতালের মর্গে আছে। ঘটনার পরপরই পলিয়া মান্দ্রাজি পালিয়ে যায়।
এসআই আনোয়ার জানান, পলিয়াকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত গোপাল অলমিক পাত্রখোলা চা বাগানের বাজারলাইন এলাকার মৃত আপানা অলমিকের ছেলে। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।