বিএনপি নেতা ড. আর এ গনি আর নেই
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যু হয় বলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।
ড. গণি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ধানমণ্ডির ঈদগাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জিয়াউর রহমানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী গণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানান।