বিদায় ড. আর এ গনি
রাজধানীর বনানী গোরস্তানে শেষনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ড. আর এ গনি।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এই প্রবীণ নেতার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন।
বিএনপির প্রবীণ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতিবিদ আর এ গনি। রাতেই মরহুমের ধানমণ্ডির বাসায় মরদেহ নিয়ে যাওয়া হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাঁকে শেষবারের মতো দেখতে আসেন পরিজন আর দলীয় কর্মীরা।
জুমার নামাজের পর ধানমণ্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয় ড. আর এ গনির প্রথম জানাজা। এরপর লাশ নিয়ে যাওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। দ্বিতীয়বারের মতো সেখানে অনুষ্ঠিত হয় মরহুমের জানাজা। বিএনপির শীর্ষ নেতারাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে জানাজায় অংশ নেন। পরে দলের পক্ষ থেকে তাঁর কফিনে নিবেদন করা হয় ফুলেল শ্রদ্ধা।
ড. আর এ গনির পরিবার জানায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে প্রথমে বারডেম এবং পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের আরো অবনতি হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। রক্তচাপ কম এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন আর এ গনি। পরে দীর্ঘদিন দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন বর্ষীয়ান এই নেতা।
ছেলে নূর আইন গনি বলেছেন, ‘হাসপাতালে আসার আগে বাবা বলেছেন, এই দেশটি এত সুন্দর, এত রিসোর্সফুল, আমি অনেক কিছু করতে পারতাম। আমি অনেক কিছু করতে চাই। এটা ছিল তাঁর শেষ স্পষ্ট কথা। তার পর থেকে আব্বার আর সংজ্ঞা ছিল না। আপনারা দোয়া করবেন, দেশবাসী সবার কাছে আমরা দোয়াপ্রার্থী।’