পঞ্চগড়ে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে শুক্রবার বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের বেংহারী কার্জিপাড়া সমন্বয় কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রায় ৩০ জন ঘোড় সওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। হাজার হাজার দর্শক প্রতিযোগিতা উপভোগ করে।
প্রতিযোগিতায় বোদা উপজেলার ইসলামপুর গ্রামের মকছেদ আলী প্রথম, আলীম বাজার গ্রামের আবু সালেক দ্বিতীয়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের রফিকুল ইসলাম তৃতীয় এবং বোদা উপজেলার ধারাইখুরি গ্রামের শাহজাহান চতুর্থ স্থান অধিকার করেন।
সাকোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, প্রবীণ শিক্ষক ফনিন্দ্র নাথ ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন আপেল, সাকোয়া ইউনিয়নের সদস্য হারুন অর রশিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রথম স্থান অর্জনকারীকে টেলিভিশন, দ্বিতীয় স্থান অর্জনকারীকে বাইসাইকেল এবং তৃতীয় স্থান অর্জনকারীকে মোবাইল ফোনসেট পুরস্কার দেওয়া হয়।