ফরিদপুরে জুলাই অভ্যুত্থান শীর্ষক প্রযোজনাভিত্তিক নাট্যকর্মশালা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/faridpur_natta_kormosala.jpg)
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলায় জুলাই অভ্যুত্থান শীর্ষক প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ও মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫ বাস্তবায়ন হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার নিয়মিত নাট্যদলসহ কলেজ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্যচর্চায় যুক্ত অভিনেতা/অভিনেত্রীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে বাছাইকৃত ১৪ জন নাট্যকর্মী নিয়ে ২৭ জানুয়ারি থেকে ১৫ দিনের জন্য নাট্যকর্মশালা শুরু হয়েছে। কর্মশালা শেষে নির্মিত নাটক আগামী ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় স্থানীয় কবি জসীম উদদীন হলে মঞ্চায়ন শুরু হবে।
চলমান কর্মশালার সমন্বয়ক ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন জানান, কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। সহকারী প্রশিক্ষক হিসেবে আছেন বিশ্বনাথ ভৌমিক।
জেলা শিল্পকলা একাডেমি ফরিদপুরের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীসহ বৈশাখী নাট্যগোষ্ঠী, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা, বিনোদন নাট্যদল, উড়ানী নাট্যদল, সঙ থিয়েটার ও বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা অংশগ্রহণ করছেন।