পাঁচজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের ছেলে খোরশেদ আলম (২২) হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বুধবার দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় দেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে খালাস দিয়েছেন আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন দুলাল ওরফে আনু, বেলাল, শরীফ মোহাম্মদ হোসাইন ওরফে পান্না, আমজাদ হোসাইন, ওয়ালিউল্লাহ খান ওরফে বুলবুল। এদের সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এর মধ্যে পান্না, আমজাদ ও বুলবুল পলাতক।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন সুমন ওরফে পাগলা সুমন, সালাউদ্দিন ওরফে সুজন ও জাবেদ মিয়া। রায়ের সময় তাঁরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের আদালত ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
মামলার নথির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, কর্মচারীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে ১৯৯৯ সালের ২২ মে খোরশেদকে মিটফোর্ড হাসপাতালের পেছনে কুপিয়ে হত্যা করেন আসামিরা। ওই দিনই তাঁর বাবা সিদ্দিকুর রহমান ১৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।