কুষ্টিয়ায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুষ্টিয়া শহরে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
গতকাল রোববার সকাল ১০টার দিকে শহরের মজমপুর রেলগেট এলাকার দুই পাশে রেলওয়ের জায়গা থেকে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া পাকশী রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (স্টেট অফিসার) মোস্তাক আহমেদ জানান, এই উচ্ছেদ অভিযানের আগে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অবহিত করা হয়। এর পরও তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
সকাল ১০টা থেকে বুলডোজার দিয়ে রেলওয়ের পাশের অবৈধ এই স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়। এ সময় পুলিশ ও রেলওয়ের নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন। রেলওয়ের জায়গা উদ্ধারে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।