শেরপুরে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের চারালী বাজারে আজ মঙ্গলবার দুপুরে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বিশ্ব মানবাধিকার সংস্থার সদস্য অ্যাডভোকেট রোজী সিদ্দিকী, শেরপুরের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতা তারেক মোহাম্মদ আব্দুল্লাহ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত ৮ জানুয়ারি চারালী এলাকায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়। ওই দুর্ঘটনার প্রতিবাদে এবং দোষী ট্রাকচালকের শাস্তির দাবিতে বিশ্ব মানবাধিকার সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।