আ. লীগের মনোনয়ন প্রক্রিয়ায় থাকছেন না এমপিরা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের (এমপি) রাখা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দলটির সংসদীয় বোর্ড।
আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় স্থানীয় সরকারের এ নির্বাচনে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ইউপি নির্বাচনে বাছাই প্রক্রিয়ায় আমরা একটু পরিবর্তন এনেছি। তবে পৌরসভার নির্বাচনের মতো হবে না। এবার স্থানীয় সংসদ সদস্যরা বাছাই প্রক্রিয়ায় থাকবেন না।’
গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশন জানায়, প্রথমবারের মতো দলীয় প্রতীকে সারা দেশে ইউপি নির্বাচন হবে। তবে এটি হবে শুধু চেয়ারম্যান পদে। এই নির্বাচন হবে কয়েকটি ধাপে এবং আগামী মার্চ মাসের শেষে নির্বাচন শুরু হবে।
গত ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হয়। মেয়র পদে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দেয় সাধারণ মানুষ।