বিশিষ্ট সাংবাদিক মোমতাজ আহমেদ আর নেই
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ীসদস্য বিশিষ্ট সাংবাদিক মোমতাজ আহমেদ আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর ২ নম্বর বাবুরাইলের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ভাইবোনসহ বহু স্বজন রেখে গেছেন।
সাংবাদিক মোমতাজ আহমেদের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সব সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি হালিম আজাদ ও সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কর্মময় জীবনে মোমতাজ আহমেদ দৈনিক দেশ পত্রিকায় প্রধান প্রতিবেদক হিসেবে যোগদানের মাধ্যমে সাংবাদিকতায় আসেন। পরে দীর্ঘদিন দৈনিক আল মুজাদ্দেদ পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘দৈনিক প্রতিদিন সকাল’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ‘খবর প্রতিদিন’ পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন।
মোমতাজ আহমেদ জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রজীবনে তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন।
আগামীকাল বুধবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে মোমতাজ আহমদের প্রথম জানাজা এবং বাদ জোহর বেপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে। পরে কাশীপুর ঈদগাহ মাঠসংলগ্ন কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।