জামালপুরের সাবেক এমপি আবদুল মালেকের মৃত্যু
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগদলীয় দুই বারের সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ আবদুল মালেক (৮৫) আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় আলহাজ আবদুল মালেক সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার এলাকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলহাজ আবদুল মালেক ১৯৭০ ও ১৯৭৩ সালে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং প্রায় ৪০ বছর সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আবদুল মালেক স্ত্রী, ছয় ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল মালেকের মৃত্যুতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর-১ আসনের সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা, জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৪ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য মোহা. মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকাম শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।