চরফ্যাশন পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।
আজ বুধবার ছিল চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বেলা ১১টা থেকেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
দুপুর পৌনে ১২টায় আসেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ। এ সময় তাঁর সঙ্গে উপজেলা চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দুপুর পৌনে ১টায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আমিরুল ইসলাম মিন্ট্রিজ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, নির্বাচনে অংশ নেওয়ার জন্য দুজন মেয়র, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হোসেন জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ছিল।