শপথ নেওয়ার আগেই রাস্তা পরিষ্কারে নামলেন মেয়র
কুমিল্লার চান্দিনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মফিজুল ইসলাম এখনো শপথ নেননি। তাই বলে হাত গুটিয়ে বসে নেই তিনি। পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এরই মধ্যে নিয়েছেন বিভিন্ন পরিকল্পনা।
পরিকল্পনা অনুযায়ী কাজ করতে নিজেই নেমে পড়েছেন মাঠে। রাতদিন চালিয়ে যাচ্ছেন কর্মযজ্ঞ। নিজেই চান্দিনা তরকারি বাজার, মাছ বাজারসহ বিভিন্ন স্থানে ড্রেন ও রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজ করছেন মফিজুল ইসলাম।
নবনির্বাচিত মেয়র চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চান্দিনা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক। রাস্তাঘাট পরিষ্কারের কারণ জানতে চাইলে মফিজুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি সবার আগে চান্দিনা পৌরসভাকে একটি পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়তে চাই। এজন্য আমি পৌরবাসীকে সঙ্গে নিয়ে নিরলস কাজ চালিয়ে যাব।’
চান্দিনা বাজারের ব্যবসায়ী মো. ওয়াদুদ, ঠিকাদার কাজী তৌহিদুল আলম এবং পৌর বাসিন্দা মেহেদী আল আমীন ও সজিব খান জানান, চান্দিনা পৌরসভাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। তাঁরা নতুন মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের আশা, নতুন মেয়র তাঁদের বসবাস উপযোগী একটি সুন্দর পৌরসভা উপহার দেবেন।