নাটোরে সাবেক এমপি শফিকুলের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নাটোর শহরের কান্দিভিটা এলাকায় শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে দ্বিতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ সময় শিক্ষার্থীরা বাসভবনে পড়ে থাকা ভস্মীভূত গাড়ি ও অবশিষ্ট অংশ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একইসঙ্গে শিক্ষার্থীরা ভবনের প্রাঙ্গণে মাইকে গান বাজিয়ে আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। বুধবার দিনগত রাত ১টার দিকে মিছিলসহ তারা সাবেক এমপি শিমুলের বাসভবন ত্যাগ করে। তবে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে দেখা যায়নি।