গাইবান্ধায় দুই যুবককে পুড়িয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুড়িয়ে দুই যুবককে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাটাখালি ব্রিজ এলাকায় (হাওয়াখানা) করতোয়া নদীর সিসি ব্লকের ওপর থেকে ওই যুবকদের লাশ উদ্ধার করা হয়।
দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক এনটিভি অনলাইনকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুই যুবকের বয়স হবে আনুমানিক ২২ থেকে ২৫ বছর।
‘গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় ওই দুই যুবককে চেনে যাচ্ছে না। আগুনে তাঁদের মুখমণ্ডল, বুক ও হাত-পা ঝলছে গেছে।’
ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই দুই যুবক ধনাঢ্য পরিবারের সন্তান বা ব্যবসায়ী হবে। তাদের পরনে জিন্স, গ্যাবাটিন প্যান্ট ও পায়ে দামি জুতা রয়েছে। বুধবার রাতের কোনো এক সময় ডেকে নিয়ে তাঁদের হত্যা করা হতে পারে। পরে করতোয়া নদীর সিসি ব্লকের ওপর লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’
মো. মোজাম্মেল হক বলেন, ভোরে এলাকাবাসী পোড়া লাশ দুটি দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
ঘটনার রহস্য উৎঘাটনে তদন্ত চলছে। এ ছাড়া পুড়িয়ে দুই যুবককে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।