জাতীয় দলের ফুটবলার নাজিমুদ্দিন আর নেই
জাতীয় দলের সাবেক ফুটবলার নাজিমুদ্দিন (৫০) আর নেই। গতকাল বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাজিমুদ্দিন নরসিংদীর দগরিয়া গ্রামের খ্যাতিমান ফুটবলার স্কুটার গফুরের ছেলে এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বাবা-মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নাজিমুদ্দিনকে ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।
আজ বৃহস্পতিবার সকালে দগরিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে নাজিমুদ্দিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।