পাবনার জামায়াত নেতার ইন্তেকাল
পাবনার সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাঁথিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আলী (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা থেকে গ্রামের বাড়ি নিয়ে আসার পথে আজ শুক্রবার বেলা পৌনে সাড়ে ৩টার দিকে মোহাম্মদ আলী মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কাল শনিবার সকাল সাড়ে ১০টায় কর্মস্থল সাঁথিয়া ডিগ্রি কলেজ মাঠে মোহাম্মদ আলীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাঁথিয়া শালঘর রহমানিয়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মোহাম্মদ আলীর মৃত্যুতে পাবনা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আবু তালেব মণ্ডল, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল কুদ্দুসসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।