মৌলভীবাজারে চা শ্রমিককে কুপিয়ে হত্যা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্মরণ কুমার কৈরী (২০) নামের এক চা শ্রমিককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাগানের ঠেলাগাড়ি চালক উত্তম ভরের (৩৫) বিরুদ্ধে। গতকাল বুধবার রাত ১০টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের ভজন টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ কমলগঞ্জ থানা থেকে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। গতকাল রাতেই উত্তম ভরকে আটক করে পুলিশ।
শমসেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, মোবাইল ফোনে চা বাগানের ঠেলাগাড়ি চালক উত্তম ভরের স্ত্রীর ছবি তুলেছিলেন একই এলাকার স্মরণ কুমার কৈরী। এতে ক্ষিপ্ত হয়ে উত্তম ভর দা দিয়ে স্মরণের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় স্মরণকে পাশের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, স্মরণ কুমার কৈরী চা বাগানে দিনমজুর হিসেবে চা শ্রমিকের কাজ করতেন। রাত পৌনে ১২টার দিকে লাশের সুরতহাল পরীক্ষা করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।