গুলিবিদ্ধ ঠিকাদারের মৃত্যু, আগ্নেয়াস্ত্রসহ একজন আটক

রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত এক নির্মাণ ঠিকাদার হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম বাসাই ফকির (২৫)। এ ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঠিকাদারের মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় চাঁদার দাবিতে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ঠিকাদারকে গুলির করার সঙ্গে জড়িত একজনকে পিস্তলসহ আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম জানাতে পারেননি তিনি।
এদিকে, ঢামেক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আট থেকে ১০ জন চাঁদাবাজ ঘটনাস্থলে যায় এবং ফকিরের কাছে চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় হামলাকারীরা ফকিরকে গুলি করে এবং ধারাল অস্ত্র দিয়ে কোপায়।