নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জয়নাল আবেদীন (৩০) নামের বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন উপজেলার দক্ষিণ পাতারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ বিষয়ে পাতারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ভোর রাতে ২০-২৫ জনের একদল গরু ব্যবসায়ী সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকার ৪২৪/১০ আর পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের ৬০০ গজ ভেতরে বিএসএফের ৩১ রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করার একপর্যায়ে গুলি চালায়। এ সময় অন্য সহকর্মীরা বাংলাদেশে পালিয়ে এলেও বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে জয়নাল ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ১৪ বিজিবির অধিনায়ক (সিও) রফিকুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে আদাতলা সীমান্তে একটি পতাকা বৈঠকের আহ্বান এবং এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়ার পর দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিহতের লাশ ভারতের থানায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কাল রোববার বিজিবির কাছে জয়নালের লাশ হস্তান্তর করা হবে বলে তাঁরা জানিয়েছেন।