আশুলিয়া থেকে ২ স্কুলছাত্র অপহরণ

সাভারের আশুলিয়ার জিরাবো এলাকা থেকে শিশু দুই স্কুলছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। দুদিনেও শিশুদের ফিরে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অপহৃত দুই স্কুলছাত্র হচ্ছে আরফাউল (৭) ও ইমন বাবু (৬)। তারা জিরাবো মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপহৃত দুই শিশুর পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টায় জিরাবোর ফুলবাগান এলাকার পোশাকশ্রমিক আইয়ুর আলীর শিশু ছেলে ইমন বাবু ও চা দোকানি চান মিয়ার শিশু ছেলে আরফাউলকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ওই দুই পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় জিরাবোর ফুলবাগান এলাকার শিশু ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, অপহৃত দুই শিশুকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অপহৃত দুই শিশুর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাশেমপুর ও ঝুমা কালাপাড়া মাদারপুর গ্রামে।
অপহৃত ওই দুই শিশুর পরিবার জিরাবো ফুলবাগান এলাকার ব্যবসায়ী শরীফ দেওয়ান ও হোসেন ব্যাপারীর ভাড়া বাড়িতে থাকে।