বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ আহমেদ আর নেই
দ্য ডেইলি স্টারের পাবনা জেলার নিজস্ব প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবির তপুর বাবা ও গণতান্ত্রিক পার্টির পাবনা জেলা শাখার সভাপতি সুলতান আহমেদ বুড়োর ভাই বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ আহমেদ (৯০) আর নেই।
বার্ধক্যজনিত রোগে গতকাল শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে সালেহ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
আজ শনিবার জোহরের নামাজের পর পাবনা শহরের আলিয়া মাদ্রাসা মাঠে মুক্তিযোদ্ধা সালেহ আহমেদকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানা ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস, মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম বিশ্বাস, সহকারী কমান্ডার হাবিবুর রহমান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা এবাদত আলী উপস্থিত ছিলেন। এরপর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে তাঁকে দাফন করা হয়।
সালেহ আহমেদের মৃত্যুতে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।