পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ হালকাভাবে নেওয়া হয় না : আইজিপি

পুলিশ সদর দপ্তরে আজ রোববার এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ছবি : এনটিভি
পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ হালকাভাবে নেওয়া হয় না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ রোববার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শহীদুল হক বলেন, ‘আমরা স্বীকার করি, অল্প কিছু পুলিশ সদস্যের অপেশাদার আচরণ ও নৈতিক স্খলন পুরো বাহিনীর অনেক বড় বড় অর্জনকে কখনো কখনো ম্লান করে দেওয়ার উপক্রম করে।’
শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘গত পাঁচ বছরে ৭০৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির আদেশ দেওয়া হয়েছে।’
আগামী ২৬ জানুয়ারি, মঙ্গলবার পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০২ জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হবে।