চাঁদপুরের ১২৭ মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত কেন অবৈধ নয় : হাইকোর্ট

চাঁদপুর জেলার ১২৭ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিতকরণ ও চূড়ান্ত গেজেট প্রকাশে বিলম্ব কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
পৃথক চারটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
শুনানি শেষে তৌফিক ইনাম টিপু জানান, চাঁদপুরের পাঁচ উপজেলার ১২৭ জন সাময়িক সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দীর্ঘ ৫-১০ বছর ধরে মুক্তিযোদ্ধা হিসেবে সরকার ঘোষিত মাসিক সম্মানি-ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত বছরের জুলাই মাস থেকে সরকার কোনো কারণ না দেখিয়ে তাঁদের মাসিক সম্মানি-ভাতা স্থগিত করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, চূড়ান্ত গেজেটে নাম না থাকায় ভাতা স্থগিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিটগুলো দায়ের করা হয়।