মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৪ ডিগ্রি, ঢাকায় ১০.২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় মৌলভীবাজারের সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
শ্রীমঙ্গলের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হারুন অর রশিদ জানান, এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ১৭ ডিসেম্বর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এ অঞ্চলের তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রির মধ্যে ছিল। আকাশে ঘন কুয়াশা না থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে।
তাপমাত্রার এ অবস্থা আরো কয়েকদিন অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।
এদিকে শীতের প্রকোপ বাড়ায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এ অঞ্চলের মানুষ। মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে শীতজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা-কাশিসহ নানা রোগে আক্রান্ত রুগীর সংখ্যাই সবচেয়ে বেশি।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। গরিব ও নিম্ন আয়ের মানুষ ফুটপাতে ছুটছে কমমূল্যে গরম কাপড় কেনার জন্য।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ২৪ ঘণ্টা দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এ ছাড়া আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।