সিম পুনর্নিবন্ধনে ফি না দেওয়ার আহ্বান তারানার
মোবাইল ফোনের সিম পুনর্নিবন্ধনে কোনো ধরনের ফি না দিতে সাধারণ গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। খুচরা সিম বিক্রেতারা যদি এ কারণে টাকা নেয়, তবে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দেশের সব টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তারানা হালিম বলেন, ‘আমরা অভিযোগ পাচ্ছি, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে টাকা নেওয়া হচ্ছে। খোঁজখবর নেওয়ার পর এর প্রমাণও পাওয়া যাচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।’
তারানা হালিম বলেন, ‘আমরা যখন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজ শুরু করি, তখন এটা কঠিন মনে হয়েছিল। এখন এটি অনেক সহজ হয়ে গেছে। আশা করি, এপ্রিলের মধ্যে সব সিমের নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁরা পরবর্তী ছয় মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর ও জন্মনিবন্ধন সনদ নম্বর দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারবেন। শর্ত হচ্ছে, ছয় মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্র করে নিতে হবে।’
বৈঠকে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।