রাজশাহী কারাগারের সামনে ককটেল বিস্ফোরণ, কারারক্ষী আহত
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে মিজানুর রহমান নামে এক কারারক্ষী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান এনটিভি অনলাইনকে জানান, মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি কারাগারের সীমানাপ্রাচীরের আরপি গেটের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। গেটের সামনেই ককটেলটি বিস্ফোরিত হয়।
এ সময় সেখানে কর্তব্যরত কারারক্ষী মিজানুর রহমান আহত হন। তাঁর বাম পায়ে ককটেলের স্প্লিন্টারের আঘাত লাগে। তবে তা গুরুতর নয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এনটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে।