মধ্যবর্তী নির্বাচন মামাবাড়ির আবদার : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সহিংসতা অব্যাহত থাকলে সমঝোতার পথ সংকুচিত হয়ে যাবে।’
আজ বৃহস্পতিবার ফেনী শহরের ট্রাংক রোডে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
জনসভায় সমাগম দেখিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এই (ধরনের) জনসভাটাও তো তারা ঢাকায় করতে পারেনি। তারা আজকে মধ্যবর্তী নির্বাচন চায়, মামাবাড়ির আবদার।’
জনসভায় উপস্থিত সবাইকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন আপনারা কেউ চান?’ সবাই সমস্বরে 'না' করলে তিনি বলেন, ‘তো কী জন্য চায়?’ তিনি আরো বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে এদের মাথা খারাপ হয়ে গেছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘চার লেন এখন ছয় লেনে পরিণত হতে যাচ্ছে। আগামী জুন মাসের মধ্যে আড়াই ঘণ্টায় ঢাকা যেতে পারবে ফেনীর মানুষ।’ জনগণের মন জয় করার জন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা প্রমুখ।