পঞ্চগড়ে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় শিশু নিহত
জেলা শহরের রামেরডাঙ্গা এলাকায় বালু বোঝাই ট্রাক্টরের চাপায় হৃদয় (৬) নামের এক শিশু নিহত হয়েছে। হৃদয় ওই এলাকার লতিফুল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বিকেলে রামেরডাঙ্গা এলাকায় করতোয়া নদীর পাড়ে হৃদয়সহ কয়েকজন শিশু খেলছিল। এ সময় করতোয়া নদী থেকে বালু বোঝাই একটি ট্রাক্টর উল্টে যায়। এতে শিশু হৃদয় চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এস এম মাহবুব-উল আলম হৃদয়ের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।