গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শাখাহারা ইউনিয়নের পূর্ব দইহাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহিশমুড়ি গ্রামের মো. আবু রায়হানের ছেলে নাছির (৫) ও সামির (৪)।
স্থানীয় কয়েকজন জানান, নাছির ও সামির মা হালিমা বেগমের সঙ্গে পূর্ব দইহাড়া গ্রামে মামা আবদুর রশিদের বাড়িতে থাকতে। আজ বিকেলে দুই ভাই বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। এ সময় হঠাৎ সামির পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে নাছিরও পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাদের ভাসমান লাশ উদ্ধার করে।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশুতোষ বলেন, ‘আমরা এই দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’