হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
আহতদের হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাটুরা গ্রামের ফজল মিয়ার সঙ্গে একটি জমি নিয়ে একই গ্রামের ইউপি সদস্য খলিলুর রহমান ছোট্ট মিয়ার লোকজনের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের লড়াই চলছে। এরই অংশ হিসেবে গত ৩১ জানুয়ারি সকালে ফজল মিয়া তাঁর লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরুব্বি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষের পর থেকে উভয়পক্ষ প্রতিশোধপরায়ণ হয়ে একে অপরের ওপর হামলার প্রস্তুতি নেয়। এর বিস্ফোরণ ঘটে আজ বুধবার সন্ধ্যায়।
সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংষর্ষ চলাকালে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ওই গ্রামের রহিছ আলীর মেয়ে রোকেয়া বেগম (২০) নিহত হয় এবং কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আবদুল জলিল (৩০) নামের একজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্য আহতদের হবিগঞ্জ সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।