ভোট স্বচ্ছ ও নিরপেক্ষ না হলে জনগণের আস্থা লোপ পাবে : মেনন
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘স্থানীয় সরকারের ভোটকে যদি স্বচ্ছ ও নিরপেক্ষ করতে না পারি, তাহলে নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জনগণের আস্থা লোপ পাবে এবং যে প্রতিক্রিয়াশীল শক্তি, দক্ষিণপন্থী শক্তি, অভ্যুত্থানের শক্তি, যারা বারবার জনগণের ক্ষমতায়ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারাই লাভবান হবে।’
গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকারব্যবস্থার ভিত্তি যদি মজবুত হয়, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে। তিনি আরো বলেন, সত্য ও গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মৌলবাদীরা আক্রমণ চালাচ্ছে। ধর্ম ও জাতিগতভাবে এ দেশকে বিভক্ত করার জন্য তারা দেশে নানা অপপ্রয়াস চালাচ্ছে। মৌলবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান তিনি।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহামুদুল হাসান মানিক, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াছিন আলী এমপি ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান বক্তব্য রাখেন। সমাবেশে জেলার বিভিন্ন এলাকার কয়েক শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।