যখনই সুযোগ পাবে প্রতিপক্ষ আঘাত করবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রতিপক্ষরা যখনই সুযোগ পাবে তখনই আঘাত করবে, যাতে বাংলাদেশ স্বাধীন দেশ না থাকতে পারে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আইন কর্মকর্তাদের এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে আইন কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদও বক্তব্য দেন।
এর আগে একই স্থানে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ‘সরকারি আইনি সহায়তা কার্যক্রমের মান উন্নয়নে ডিজিটাল অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগ সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বক্তব্য দেন।
চ্যালেঞ্জ সবসময় থাকবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের যারা প্রতিপক্ষ তারা মূলে আঘাত করে। এ মূলে সবসময় আঘাত করেছে। ৭৫ এর ১৫ আগস্ট হতে শুরু করে ৭১ সাল, গত ২১ বছরে আঘাত করেছে। যখনই সুযোগ পাবে তখনই আঘাত করবে যাতে বাংলাদেশ স্বাধীন দেশ না থাকতে পারে।’
আইনমন্ত্রী আইন কর্মকর্তাদের উদ্দেশে জানান, আগামী ১০ ফ্রেরুয়ারি চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রাথীদের বিজয়ী করতে না পারলে এর চেয়ে বড় লজ্জার কিছুই থাকবে না।