গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিবাদের জের ধরে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে আজিজার রহমানের সঙ্গে একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে নাজিয়ার রহমানের ওয়ারিশ সূত্রে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন দুপুরে আজিজারের লোকজনকে নাজিয়ার রহমান ও তার লোকজনকে মারপিট করে। এতে তিনজন আহত হয়।
এ সময় আজিজার তাকে উদ্ধার করতে এগিয়ে এলে নাজিয়ার রহমান তার বন্দুক থেকে গুলি ছোড়েন। এতে ফাতেমা বেগম নামের একজন গুলিবিদ্ধ হয়। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে নাজিয়ারসহ রাঘবপুর গ্রামের মহিতুল্যার ছেলে জব্বারকে আটক করা হয়েছে।