আমি ক্ষমতা ছাড়ার পর গণতন্ত্রের কবর হয়েছে : এরশাদ
আট বছর দেশ শাসন করার পর ১৯৯০ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর থেকেই বাংলাদেশের গণতন্ত্রের কবর হয়েছে বলে দাবি করেছেন সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে সব দলকে আলোচনায় বসার আহ্বান জানান।
আজ শনিবার নিজ জেলা রংপুর সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এরশাদ। চারদিনের সফরে এদিন সকালে ছোট ভাই সাবেক মন্ত্রী জি এম কাদেরকে সাথে নিয়ে রংপুর আসেন প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা বলেছিলাম সব রাজনৈতিক দল বসি, বসে আলোচনা করে ভবিষ্যতে আমাদের রাজনীতির আচরণ কীভাবে হবে...। আজ পর্যন্ত আমি ক্ষমতা ছেড়ে দেওয়ার পর একটি সংসদও কার্যকর হয়নি। প্রত্যেক সংসদে বিরোধী দল অ্যাবসেন্ট ছিল, আন্দোলন হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে, মানুষ মারা হয়েছে। অর্থাৎ এটা সমাধানের পথ নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে নাই।’
‘আমি ক্ষমতা ছেড়ে দেওয়ার পর গণতন্ত্রের কবর হয়েছে। এটা আমি বারবার বলেছি। এর থেকে উত্তরণ হওয়ার উপায় কী? নির্বাচন হবে একজন জিতবে-হারবে এটা নিয়ম।’ যোগ করেন এরশাদ।