ছয় ধাপে হবে ইউপি নির্বাচন, শুরু ২২ মার্চ
আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে সারা দেশের ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) প্রথম ধাপের নির্বাচন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
কমিশনার জানান, প্রথম ধাপে নির্বাচন হবে ৭৫২ ইউপিতে। এগুলোতে ভোট গ্রহণ করা হবে ২২ মার্চ। প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৩ ও ২৪ মার্চ এবং প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ।
এ ছাড়া দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে এবং ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট গ্রহণ করা হবে।
এর আগে গত ২৮ জানুয়ারি মো. শাহনেওয়াজ সাংবাদিকদের জানিয়েছিলেন, আসছে মার্চ মাসেই ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন করতে চায় কমিশন। সে অনুযায়ীই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো।
দেশে এবারই প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় প্রতীকে লড়বেন। এ ছাড়া সদস্য (মেম্বার) পদে নির্দলীয়ভাবে ভোট গ্রহণ করা হবে।
বর্তমানে দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৯(৩) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।