বিদ্রূপ করে সরকার দায় এড়াতে পারে না : ২০ দল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দল তার নিন্দা জানিয়েছে। আজ রোববার জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এমন একটি গুরুতর বিষয় নিয়ে এ ধরনের বিদ্রূপাত্মক উক্তি করে সরকার তার দায় এড়াতে পারে না।’
গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেন, কিছুদিন আগে খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে আট বস্তা ময়লার সাথে সালাহ উদ্দিনকে পাচার করা হয়ে থাকতে পারে।
আজ এর প্রতিক্রিয়া জানিয়ে ২০ দল বলেছে, ‘জনাব সালাহ উদ্দিনকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ময়লার বস্তায় ভরে পাচার করে দিয়ে থাকতে পারেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাস্তব, আজগুবি ও নিষ্ঠুর পরিহাস করেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। দেশবাসী তার কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে, দায়িত্বহীন ও বিকৃত মানসিকতার মশকরা নয়। এমন একটি গুরুতর বিষয় নিয়ে এ ধরনের বিদ্রূপাত্মক উক্তি করে সরকার তার দায় এড়াতে পারে না। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা তাদেরই দায়িত্ব।’
বিবৃতিতে সই করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। সালাহ উদ্দিন ‘নিখোঁজ হওয়ার পর থেকে তিনি দল ও জোটের পক্ষ থেকে বিবৃতি পাঠাচ্ছেন। বিবৃতিতে অবিলম্বে সালাহউদ্দিন আহমেদকে মুক্তি দেওয়ার কিংবা আদালতে হাজির করার দাবি জানানো হয়েছে। অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটলে তার দায়ভার সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
বিবৃতিতে ২০-দলীয় জোটের মুখপাত্র হিসেবে দায়িত্বরত বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়। এ ঘটনার পাঁচদিন পার হয়ে গেলেও তার কোনো খোঁজ না পাওয়ায় দলের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। এতে আরো বলা হয়, ‘এই দীর্ঘ সময়েও তাকে ছেড়ে দেওয়া কিংবা আদালতে হাজির করা হয়নি। উপরন্তু সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তারের কথাও অস্বীকার করে চলেছে। এতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত থেকে এই উদ্বেগজনক ঘটনার ব্যাপারে রুল জারি করা সত্ত্বেও সরকার সম্পূর্ণ নির্বিকার।’