কথা না মানায় দুই কর্মকর্তাকে পেটাল ছাত্রলীগ
মাগুরায় জেলা পাসপোর্ট কার্যালয়ের দুই কর্মকর্তাকে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা পাসপোর্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এনটিভি অনলাইনকে জানান, আছাদ হোসেন নামের এক আবেদনকারীর অনুপস্থিতিতে তাঁর পাসপোর্ট ফরম জমা নিতে অস্বীকৃতি জানান তিনি। এতে মাগুরা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন সবুজসহ তিন ছাত্রলীগ নেতা নিজেদের পরিচয় দিয়ে ফরম জমা নিতে চাপ দেন। তিনি বলেন, ‘একপর্যায়ে তাঁরা আমার অফিসের টেবিল-চেয়ারসহ আসবাপত্র ভাঙচুর করেন।’ সাজ্জাদ হোসেন আরো জানান, বাধা দিতে গেলে তাঁকেসহ রেকর্ডকিপার কবির হোসেনকেও মারধর করেন ছাত্রলীগের নেতারা।
পরে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন সাজ্জাদ এবং কবির হোসেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হামলা, ভাঙচুর এবং মারধরের বিষয়টি প্রায় সঙ্গে সঙ্গেই জানানো হয় বলে জানান সাজ্জাদ হোসেন। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে হামলার বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুক্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘মাগুরা পাসপোর্ট অফিসের দীর্ঘদিনের ঘুষ ও দুর্নীতির প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতা সবুজ, তানভির ও রানার সাথে ওই কার্যালয়ের কর্মকর্তাদের বাকবিতণ্ডায় সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’ বিষয়টি তদন্ত করে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই ছাত্রলীগ নেতা।
যাঁর নামে পাসপোর্টের আবেদন করা নিয়ে এত কাণ্ড সেই আছাদ হোসেন এনটিভি অনলাইনকে টেলিফোনে জানান, ছাত্রলীগ নেতা আমিরুল হোসেনের মাধ্যমে চার হাজার ৫০০ টাকায় ২৪ দিনের মধ্যে পাসপোর্টের কাজ সম্পন্ন করার চুক্তি থাকায় তিনি (আছাদ) পাসপোর্ট অফিসে যাননি।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।