কুলাউড়ার লংলা রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী লংলা রেলওয়ে স্টেশন পুনরায় চালুর দাবিতে গতকাল রোববার সকালে রেললাইনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে স্থানীয় সমাজসেবক আজির খানের সভাপতিত্বে ও ছাত্রনেতা ইয়ামিছ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল জলিল জামান, সমাজসেবক ইসমাইল মিয়া, খয়রুল ইসলাম খান কামাল, মদরিছ খান মিছবাহ, রুশন মিয়া, ব্যবসায়ী সালামত খান, ছাত্রনেতা শিপন খান, রুবি বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ১০ দিনের মধ্যে ঐতিহ্যবাহী এ রেলস্টেশন চালু করা না হলে দাবি আদায়ে এলাকাবাসী রেল অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তুলবে।