ভুল লাইনে ট্রেন, ইঞ্জিন-বগি লাইনচ্যুত
নাটোরের আবদুলপুর রেলওয়ে জংশনে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে ট্রেল চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ভুল লাইনে ঢুকে পড়ায় ইঞ্জিনসহ আরো তিনটি বগি লাইনচ্যুত হয়।
তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অশোক কুমার আরো জানান, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক আছে। আবদুলপুর জংশন হওয়ায় এখানে বেশ কয়েকটি বিকল্প লাইন রয়েছে। ফলে রেল চলাচলে কোনো ধরনের বাধার সৃষ্টি হয়নি।
ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গেলে বগিগুলো উদ্ধার করা হবে বলে জানান এ স্টেশন মাস্টার।