গাইবান্ধায় জামায়াতের ৭ নেতাকর্মী কারাগারে
নাশকতার ঘটনায় করা চারটি মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. শহিদুল ইসলাম মঞ্জুসহ (৫০) সাত নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
গাইবান্ধা জেলা আমলি আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মো. মনিরুজ্জামান শিকদার আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
এর আগে শহিদুল ইসলাম মঞ্জুসহ সাত নেতাকর্মী আদালতে হাজির হয়ে তাঁদের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। অন্য ছয় নেতাকর্মী হলেন সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমির মো. একরামুল হক, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জামায়াত নেতা নূর আলম, রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ মিজানুর রহমান, জামায়াতকর্মী হোসেন আলী, টিটু মিয়া ও আশরাফুল ইসলাম।
গাইবান্ধা আদালতের উপপরিদর্শক (সিএসআই) মো. আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত নেতা শহিদুল ইসলাম মঞ্জুসহ সাত নেতাকর্মীর বিরুদ্ধে ২০১৩ সালে সুন্দরগঞ্জ থানায় নাশকতার ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তাঁরা পলাতক ছিলেন। আজ মঙ্গলবার তাঁরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।