মাগুরা মৎস্য কার্যালয়ের গাড়িতে আগুন, ককটেল
মাগুরা জেলা মৎস্য কার্যালয়ের জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভবনের বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণও ঘটায় তারা। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্রশেখর নন্দী জানান, গতকাল রাতে দুর্বৃত্তরা মৎস্য কার্যালয়ের জিপ গাড়িতে আগুন দেয়। এ সময় ভবনের বিভিন্ন স্থানে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণ করে।
নৈশপ্রহরী ফিরোজ হোসেন জানান, রাতে আগুন ও ককটেল বিস্ফোরণের সময় অল্প বয়সী তিন যুবককে দৌড়ে উত্তরে চানমারীর দিকে পালিয়ে যেতে দেখেছেন তিনি।
পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম) জানান, মৎস্য কার্যালয়ের গাড়ির গ্যারেজ তালাবদ্ধ ছিল। গাড়িটিও দেয়ালের দিকে মুখ করা ছিল। এ অবস্থায় গাড়ির সামনের অংশে আগুন লাগার বিষয়টি রহস্যজনক। বাইরে থেকে কেউ আগুন দিলে গাড়ির পেছনের অংশে লাগার কথা। কাজেই মামলার তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে মৎস্য কার্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করার কথা বলেছেন।