অপহৃত চিকিৎসক উদ্ধার, কাউন্সিলরসহ আটক ৬
ঢাকার উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. রিফাত জাহান বাপ্পীকে অপহরণের একদিন পর জয়পুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর ফারুক, মাহবুবুল আলম রনি, বিপুল, কায়সার আলম, রিমন ও সাগর।
চিকিৎসক বাপ্পী গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ এইচ এম কামরুল আলমের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রিফাত জাহান বাপ্পী ও তাঁর বোন রোমানা গতকাল শুক্রবার গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জের অনন্তপুরে তাঁর মায়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান শেষে ফিরছিলেন। পথে গোবিন্দগঞ্জের ববনপুর এলাকায় বাপ্পীকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁর অপহরণের বিষয়টি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। এর একপর্যায়ে আজ শনিবার জয়পুরহাট থেকে বাপ্পীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।